
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর প্রচারণার সময় হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গাবতলী থেকে সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। এসময়, ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সলর মুজিব সারোয়ারের প্রার্থীর মিছিলের সমর্থকদের সঙ্গে তাবিথের মিছিলের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। দু’পক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এটিকে হামলা বলে অভিযোগ করেছেন তাবিথ। তিনি বলেন, ‘আমার ওপর ও বিএনপি সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। দুঃখজনক ব্যাপার এটাই কিছু পুলিশ কর্মকর্তার সামনে প্রকাশ্যেই এ হামলা চালানো হয়।’ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবী করেন তিনি। পরে, কল্যানপুর বাসস্ট্যান্ড থেকে প্রচারণা আবার শুরু করেন তাবিথ।