সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মিলার।।লালমোহন বিডিনিউজ
সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মিলার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠকে বসেন তারা।
রবার্ট মিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দলের আরও দুই সদস্য বৈঠকে উপস্থিত রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীও এই বৈঠকে অংশ নিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা রয়েছে।