
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | ধর্ম-কর্ম | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » এবার হজের বিমান ভাড়া ১লক্ষ ৪০হাজার।।লালমোহন বিডিনিউজ
এবার হজের বিমান ভাড়া ১লক্ষ ৪০হাজার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : এবার হজে যেতে যাত্রীপ্রতি বিমান ভাড়া লাগবে ১ লাখ ৪০ হাজার টাকা। আগের বছরের তুলনায় ১০ হাজার টাকা কম ধার্য করা হয় গত বছরের হজযাত্রীদের বিমান ভাড়ায়। এবার গত বছরের তুলনায় ১২ হাজার টাকা বেশি ধরা হয়েছে। গত বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ২৮ হাজার টাকা। আর ২০১৮ সালে ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।
গতকাল ১৯ জানুয়ারি (রবিবার) সকালে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সিনিয়র সচিব মহিবুল হক ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাব ও আটাব নেতারা উপস্থিত ছিলেন।
বেসামরিক বিমান ও পর্যটন সচিব মহিবুল হক জানান, গত বছরের মতো এবার ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকেও হজফ্লাইট থাকবে। মদিনা রুটেও কিছু ফ্লাইট এ বছর থাকার কথা রয়েছে। হজযাত্রী পরিবহনে বিমান সব ধরনের প্রস্তুতি নিয়েছে।