শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | বিভাগের খবর | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » বগুড়া-১ সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন।।লালমোহন বিডিনিউজ
বগুড়া-১ সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বগুড়া-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, গেল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেশি খারাপ হওয়ায় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।