বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রতিপক্ষের চক্রান্তের শিকার একটি পরিবার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রতিপক্ষের চক্রান্তের শিকার একটি পরিবার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগরে প্রতিপক্ষ কর্তৃক একটি পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করতে নানা ধরণের চক্রান্ত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়নের ৭নং ওয়ার্ড কুণ্ডের হাওলা গ্রামের সৈয়দ বেপারী বাড়ির কাশেম মাঝির পরিবারকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করতে বিভিন্ন সময় চক্রান্ত করছে একই বাড়ির ইউসুফ ও তার পরিবারের লোকজন।
ভুক্তভোগী কাশেম মাঝি বলেন, নদী ভাঙ্গার পর ভিটেমাটি হারিয়ে প্রায় বছরখানেক পূর্বে ওই বাড়িতে জমি ক্রয় করে ঘর বেধে স্ত্রী সন্তান নিয়ে দিনাতিপাত করে আসছি। কিন্তু অদৃশ্য কারণে একই বাড়ির ইউসূফ ও তার স্ত্রী মিলে এ বাড়ি থেকে আমাদের কে উচ্ছেদ করতে বিভিন্ন চক্রান্ত করছে। তারই ধারাবাহিকতায় গতকাল (বুধবার) রাতে টয়লেটের পানির পাত্রে মরিচের গুড়া দিয়ে সটকে পড়ে চক্রান্তকারীরা। এর পূর্বেও তুচ্ছ ঘটনায় ঝগড়া বিবাদসহ প্রতিপক্ষরা বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করতো বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে অভিযুক্ত ইউসুফের সাথে আলাপের চেষ্টা করলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ওই এলাকার যুবলীগ নেতা ফজলুল হক বাবুল বলেন, সকালে আমার কাছে উভয় পক্ষই পরস্পর বিরোধী অভিযোগ দিয়েছে।