বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অগ্নিকাণ্ডে ১০দোকান ভস্মিভূত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে অগ্নিকাণ্ডে ১০দোকান ভস্মিভূত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর পূর্ব বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে লালমোহন ও তজুমদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।
লালমোহন ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষাধিক টাকা দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সফিজল ও লোকমান বলেন, আগুনে ৩ টি মুদি দোকান, ১ টি কসমেটিক্সের দোকান, ১ টি পার্টস স্টোর, ১টি গ্যারেজ, ১টি ফার্ণিচারের দোকান, ১টি চায়ের দোকান, ১ টি ওর্য়াকশপ ও ক্লাব ঘর রয়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠানের একটি সুতো রক্ষা করা সম্ভব হয়নি।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ইউএনও হাবিবুল হাসান রুমি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।
পরিদর্শন শেষে ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। আশা করছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে শিগগিরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতা পাওয়া যাবে।