বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ৪মন জাটকা আটক।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ৪মন জাটকা আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে ৪মন জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় কেউ আটক হয়নি।
বুধবার (১৫ জানুয়ারি) তজুমদ্দিন টু ছোট ডাওরী সড়ক এলাকায় জাটকা আটক করা হয়।
কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো: আবদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোকামে চালান করার সময় অভিযান চালিয়ে তজুমদ্দিন টু ছোট ডাওরী সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ৪মন জাটকা ইলিশ আটক করা হয়। পরে আটককৃত মাছগুলো কোস্টগার্ড অফিসের সামনে এনে স্থানীয় এতিমখানা, লিল্লাহ বোডিং ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।