বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » পিইসি পরীক্ষায় বহিষ্কারের বিধান বাতিল।।লালমোহন বিডিনিউজ
পিইসি পরীক্ষায় বহিষ্কারের বিধান বাতিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) শিক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না। এ সংক্রান্ত নীতিমালার সংশ্লিষ্ট বিধিটি বাতিল করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে দেওয়া রুলের নিষ্পত্তি করে বুধবার (১৫ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শুনানিতে ছিলেন বিষয়টি আদালতে উত্থাপনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী জামিউল হক ফয়সাল। আর বিবাদি পক্ষে ছিলেন শেখ শফিক মাহমুদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এর আগে গত বছরের ১৯ নভেম্বর ‘প্রাথমিক সমাপনী পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনাম নামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন ২১ নভেম্বর আদালতের নজরে আনেন আইনজীবী জামিউল হক ফয়সাল। তার সঙ্গে ছিলেন এম মাহমুদুল হাসান, গাজী ফরহাদ রেজা ও মো. ফয়জুল্লাহ ফয়েজ। ওইদিন হাইকোর্ট স্বঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রুলে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের বহিষ্কার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০১৮ সালের ১৮ ডিসেম্বরের জারি করা নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বহিষ্কৃত পরীক্ষার্থীদের পরীক্ষা নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চান হাইকোর্ট।
প্রসঙ্গত, গত বছর পিইসি পরীক্ষায় যেসব শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছিলো হাইকোর্টের নির্দেশে সেসব পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একইসঙ্গে পরীক্ষা শেষের তিন দিনের মধ্যে তাদের ফলও প্রকাশ করা হয়েছে।