বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘নির্বাচনের তারিখ নিয়ে শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে’-ইসি সচিব।।লালমোহন বিডিনিউজ
‘নির্বাচনের তারিখ নিয়ে শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে’-ইসি সচিব।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই, রিট কারীরা তাদের পক্ষে যুক্তি দেখাতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মোঃ আলমগীর।
বুধবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, আগামী পহেলা ফেব্রুয়ারির এক তারিখে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তাই ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের সুযোগ নেই। এছাড়া রিট কারীরা তাদের পক্ষে যুক্তি দেখাতে ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে। ভোট পেছানোর আন্দোলন নির্বাচনে কোন প্রভাব পড়বে না।