মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » টিসিবির দুই টন পেঁয়াজ জব্দ, দুই ব্যবসায়ীর ৬ মাস জেল।।লালমোহন বিডিনিউজ
টিসিবির দুই টন পেঁয়াজ জব্দ, দুই ব্যবসায়ীর ৬ মাস জেল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কালোবাজারে টিসিবির দুই টন পেঁয়াজ কেনার অভিযোগে রাজধানীর রায়েরবাজারের সাদেকখান কৃষি মার্কেটের দুই ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গোপন সংবাদে গভীর রাতে মার্কেটের মেসার্স জামিল বাণিজ্যালয়ে অভিযান চালায় র্যাব এর একটি দল। এ সময় ৭১টি বস্তায় দুই টন পেঁয়াজ জব্দ করা হয়।
ব্যবসায়ী সেকান্দর আলী ও আল মামুন পারভেজকে তাৎক্ষণিক ছয় মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। ভতুর্কি দিয়ে চায়না থেকে আমদানি করা এসব পেঁয়াজ টিসিবির অসাধু কর্মকর্তারা কালোবাজারে বিক্রি করে দিয়েছিল।
জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাব এর নির্বাহী ম্যাজিসট্রেট সারোয়ার আলম। তিনি বলেন, ‘পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছিল। পেঁয়াজের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার সাবসিডি দিয়ে ৫০টাকা কেজিতে বিক্রি করেছে। সেই পেঁয়াজ যদি এই কালো বাজারে চলে আসে তবে সেটা দুঃখ জনক। এ ধরণের অভিযান আমাদের অব্যাহত থাকবে। আমরা চাই আর কেউ এ ধরণের অপরাধ করুক। যারা এ ধরণের অপরাধ করবেন, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো।’