সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » মঙ্গলবার সিটি নির্বাচন পেছানো সংক্রান্ত রিটের আদেশ।।লালমোহন বিডিনিউজ
মঙ্গলবার সিটি নির্বাচন পেছানো সংক্রান্ত রিটের আদেশ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সরস্বতী পূজা উপলক্ষ্যে ঢাকার দুই সিটির নির্বাচন পিছিয়ে দেয়ার আবেদন সংক্রান্ত রিটেরর শুনানি শেষ, মঙ্গলবার আদেশ দেবে হাইকোর্ট।
সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।
৩০শে জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানোর জন্য গত ৫ই জানুয়ারি রিট আবেদন করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।
রিট আবেদনে বলা হয়, আগামী ২৯ ও ৩০শে জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয়ে এ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯শে জানুয়ারি মূল পূজা হলেও পূজার পঞ্চমী শেষ না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতীমা বিসর্জন দেওয়া যায় না। পঞ্চমী শেষ হবে ৩০শে জানুয়ারি। এ কারণে নির্বাচন পিছিয়ে দিতে গত ৩০শে ডিসেম্বর নির্বাচন কমিশনের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু, নির্বাচন কমিশন (ইসি) ভোটগ্রহণের দিন ৩০শে জানুয়ারিই রেখেছে।
রিট আবেদনে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র তৈরি করা হবে। আর সরস্বতী পূজাও শিক্ষা প্রতিষ্ঠানে। বিধায় বিষয়টি ধর্মীয় আয়োজনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে। এ কারণে ৩০শে জানুয়ারির নির্ধারিত ভোটগ্রহণ এক সপ্তাহ পিছিয়ে দেয়া প্রয়োজন।