রবিবার, ১২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা।।লালমোহন বিডিনিউজ
ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা।।লালমোহন বিডিনিউজ
লালমােহন বিডিনিউজ, ডেস্ক : ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আগামীকাল (১৩ই জানুয়ারি) সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রীয় শোক উপলক্ষ্যে আগামীকাল ১৩ই জানুয়ারি বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বাংলাদেশস্থ সকল মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে, ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের রুহের মাগফেরাত কামনা করে বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এর আগে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ৭৯ বছর বয়সে ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ মৃত্যুবরণ করেন। ওমানের সুলতানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।