শনিবার, ১ আগস্ট ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » নিখোঁজ ৩৮ জেলের মধ্যে জীবিত ও মৃত ২ জন উদ্ধার নিখোঁজদের পরিবারে আহাজারী
নিখোঁজ ৩৮ জেলের মধ্যে জীবিত ও মৃত ২ জন উদ্ধার নিখোঁজদের পরিবারে আহাজারী
সীমান্ত হেলাল, মনপুরা : চট্টগ্রামের সাগর মোহনায় ২ টি ফিশিং বোট ডুবির ঘটনায় মনপুরার নিখোঁজ ৩৮ জেলের মধ্যের জীবিত ও মৃত ২ জেলে উদ্ধার হয়েছে। ১ আগস্ট সন্দ্বীপের নদী থেকে উদ্ধার করা হয়।
নিখাঁজদের মধ্যে সাহাবুদ্দিন মাঝিকে জীবিত উদ্ধার করে সন্দ্বীপের জেলেরা হাসপাতালে ভর্তি করেছে নিশ্চিত করেন ভাই রহিম মাঝি। মুঠোফোনে তার সাথে কথা হয়েছে বলে জানান। অন্যদিকে সন্দ্বীপের বাংলাবাজার সংলগ্ন খাল থেকে একজনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে বলে জানান সন্দ্বীপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসিফ। বর্ননামতে ও ইন্টারনেটে ছবি দেখে পরিবারবর্গ নিশ্চিত করেছেন নিখোঁজ জেলে অলি উল্লাকে। সন্দ্বীপের সাংবাদিক মিজানুর রহমান লাশের ব্যাপারে নিশ্চিত করেছেন। এদিকে লাশ সনাক্ত করে নিয়ে আসতে পরিবারের পক্ষ থেকে কবির মাঝি ও জাকির মিস্ত্রি সন্দ্বীপের উদ্দ্যেশে গেছেন। এখনও নিখোঁজ রয়েছে ৩৬ জেলে।
এদিকে নিখোঁজদের সন্ধান না পাওয়া ৩৬ জেলে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের মাঝে দেখা গেছে বুকফাটা কান্না আর করুন আহাজারী।
উল্লেখ্য, ২৯ জুলাই বুধবার সাগর থেকে সন্দ্বীপে ফেরার পথে কোমেনের তান্ডবে প্রবল ¯্রােতের তোড়ে শাহপরান কোম্পানীর ট্রলার ডুবে যায়। বৃহস্পতিবার চট্রগামের বেঙ্গল কোম্পানীর রিভার মেট ট্রলারটি ডুবে যায়। এতে দুই ট্রলার ডুবে মনপুরার ৩৮ জেলে নিখোঁজ ছিল।