
শনিবার, ১১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | শিরোনাম | সর্বশেষ » শেষ বিদায় নিলেন ওমানের সুলতান কাবুস বিন সাঈদ।।লালমোহন বিডিনিউজ
শেষ বিদায় নিলেন ওমানের সুলতান কাবুস বিন সাঈদ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মারা গেছেন ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় মারা যান তিনি।
শনিবার (১১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় সুলতানের মৃত্যুর খবর। ক্যানসারসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। সুলতান কাবুসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ওমানে।
১৯৭০ সালে ওমানের ক্ষমতা নেন কাবুস বিন সাঈদ। ওমানের এই সুলতান চার দশকের বেশি সময় ধরে রাজ্য শাসন করেছেন এবং তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
অবিবাহিত হওয়ায় কোনও উত্তরাধিকারী নেই কাবুসের। জীবদ্দশায় কাউকে উত্তরাধিকারী মনোনীত করে যাননি তিনি। দেশটির সংবিধান অনুযায়ী, তিন দিনের মধ্যে নির্বাচিত করতে হবে নতুন সুলতান। রাজপরিবারে আছেন মোট ৫০ জন পুরুষ সদস্য।
বিশেষজ্ঞরা বলছেন, এসব শর্ত পূরণ করতে পারা ৮০ জনেরও বেশি পুরুষ রয়েছে। তবে ৬৫ বছর বয়সী আসাদ বিন তারিকই নতুন সুলতান হিসেবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন বলে ধারনা করা হচ্ছে। ২০১৭ সালে আসাদকে আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক উপপ্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। এই সিদ্ধান্তকে সুলতান কাবুসের নিকটাত্মীয়দের সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হয়।
সর্বসম্মতিতে সুলতান নির্বাচন সম্ভব না হলে দেশটির বিশেষ কাউন্সিল তাদের কাছে সংরক্ষিত সুলতানের গোপন চিঠি থেকে উত্তরাধিকারীর নাম ঘোষণা করবে।