শনিবার, ১১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | শিরোনাম | সর্বশেষ » শত্রুর জঙ্গিবিমান ভেবে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভুপাতিত-ইরান।।লালমোহন বিডিনিউজ
শত্রুর জঙ্গিবিমান ভেবে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভুপাতিত-ইরান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : শত্রুর জঙ্গিবিমান ভেবে ভুলবশত ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ভুপাতিত করা হয়েছে বলে স্বীকার করেছে ইরান।
শনিবার (১১ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ তথ্য জানিয়েছে।
ইরানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত সপ্তাহে তেহরানের অদূরে ইউক্রেনের যে যাত্রীবাহী বিমানটি ভূপাতিত হয়েছে একটি স্পর্শকাতর সামরিক স্থাপনার নিকটবর্তী হওয়ার পর মানবীয় ত্রুটির কারণে শত্রুর জঙ্গিবিমান ভেবে সেটিতে গুলি চালানো হয়েছে।ওই দুর্ঘটনা ছিল অনিচ্ছাকৃত। যারা এর জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।
গত বুধবার তেহরানে ১৭৬ আরোহী নিয়ে একটি ইউক্রেনের উড়োজাহাজ বোয়িং সেভেন থ্রী সেভেন বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহীই প্রাণ হারান। এরআগে ইরান তাদের ক্ষেপনাস্ত্রের আঘাতে ইউক্রেনের উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এমন দাবি প্রত্যাখ্যান করে আসছিল। এদিকে ইরানের স্বীকারোক্তির পর, টুইটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ এ ঘটনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চান। টুইটে তিনি দুঃখ প্রকাশ করে আরও জানান, যুক্তরাষ্ট্রের সৃষ্ট পরিস্থিতির জন্যই এ ভুলের কারণ।