শনিবার, ১ আগস্ট ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরার ৩৮ জেলেসহ সাগরে ২টি ফিশিং বোট ডুবি, সকল জেলে নিখোঁজ
মনপুরার ৩৮ জেলেসহ সাগরে ২টি ফিশিং বোট ডুবি, সকল জেলে নিখোঁজ
সীমান্ত হেলাল, মনপুরা: মনপুরার ৩৮ জেলেসহ চট্টগ্রামের সাগর মোহনায় ২টি ফিশিং বোট ডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ফিশিং বোট ২টি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চর গোয়ালিয়া গ্রামের নিরব সারেং ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সালাউদ্দিন মাঝির বলে জানা যায়। বুধবার ও বৃহস্পতিবার ঘূর্ণীঝড় কোমেনের তান্ডবের রাত ১২ টায় চট্টগ্রামের সাগর মোহনা থেকে স্বন্দীপ ফেরার পথে প্রবল ¯্রােতের তোড়ে বোটের তলা ফেটে এই দুর্ঘটনা ঘটে। ফিসিং বোট ২টি ডুবির ঘটনা নিশ্চিত করেছেন একসাথে সাগরে মাছ ধরতে যাওয়া অন্য ট্রলারের সেরাং হারুন,শরীফ, নুরউদ্দিন। সালাউদ্দিন মাঝির ডুবে যাওয়া ফিসিং বোটটি চট্রগ্রামের বেঙ্গল কোম্পানীর। বোটটির নাম রিভার মেট অন্যটির নাম জানা যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন, মহসিন, ইউনুছ, রুবেল, সামছুদ্দিন, জাকির, শাহাবুদ্দিন, নুরনবী, সিরাজ, নুরনবী, ইব্রাহিম, আজগর, ওলি উদ্দিন, কবির, হাবিব, ওসমান, রফিক, আজাদ, অজিউল্লাহ, সালাউদ্দিন মাঝি,সোহেল, রিয়াদ, সিরাজ, ইয়াছিন, রহমান, আবুল কাশেম, বাচ্চু, জামাল, শামসুদ্দিন, সামচল হক এর নাম পাওয়া গেছে।
বেঙ্গল কোম্পানীর মালিক মোস্তফা মুঠোফোনে জানান, আমার ৭টি ফিশিং বোট সাগরে মাছ ধরতে গেলে ৬টি ফেরত আসে একটি এখনও আসেনি।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লা কাজল ডুবে যাওয়া ফিশিং বোটের লোকজন মনপুরার বলে নিশ্চিত করেন। ওসি হানিফ সিকদার জানান, আমি ঘটনা শুনেছি।
সন্ধীপ কোস্টগার্ডের সিসি কমান্ডার মুঠোফোনে জানান, সন্ধীপ চ্যানেলে ট্রলার ডুবির ঘটনা তাদের জানা নেই। তারা সাগর ও নদীতে পেট্রোলিং ডিউটি অব্যাহত রেখেছে। তবে বোটটি ডুবে যাওয়ার সময় নিখোঁজ জেলেরা তাদের পরিবারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বলে পবিরার সূত্রে জানা যায়।
এদিকে নিখোঁজ জেলেদের সন্ধানে মনপুরা থেকে স্বজন কবির মাঝি, জাকির মিস্ত্রি, মোঃ ফরিদ, সিরাজ, জাহাঙ্গীর
চট্রগ্রামের উদ্দ্যেশে রওয়ানা হয়ে গেছে। এসংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ জেলেদের সন্ধান পাওয়া যায়নি।