শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় ভোলার লালমোহনেও বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে।
র্যালীটি লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
পরে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় প্যারেড স্কয়ার থেকে সরাসরি সম্প্রচারিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর প্রমূখ।