বুধবার, ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ সত্যের অপলাপ- মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ সত্যের অপলাপ- মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ সত্যের অপলাপ, দেশের সংকট নিরসনের কোন দিক নির্দেশনা ভাষণে ছিলো না। নিজেদের আত্মতুষ্টির জন্যই জাতির উদ্দেশ্যে ভাষণ-এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (০৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এসময় মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন জাতি এতে হতাশ হয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সবসময় দোষারোপ করা হয়েছে বিএনপিকে। তিনি দাবি করেছেন, সন্ত্রাস করেছে বিএনপি। ভুলে গেছেন উনারা, কেয়ারটেকার সরকারের দাবীতে তারা ১৭৩ দিন হরতাল পালন করেছেন।’
অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবতা উল্টো বলেও জানান মির্জা ফখরুল।