বুধবার, ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ভোটার তালিকা সংশোধন আইন-২০১৯ খসড়া মন্ত্রীসভায় অনুমোদন।।লালমোহন বিডিনিউজ
ভোটার তালিকা সংশোধন আইন-২০১৯ খসড়া মন্ত্রীসভায় অনুমোদন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনি্উজ, ডেস্ক : ভোটার তালিকা হালনাগাদের সময় বৃদ্ধি করে একটি ‘ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ভোটার তালিকা সংশোধন আইন ২০১৯-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার (০৮ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ভোটার তালিকা আইন, ২০০৯’ এর ১১ উপ-ধারার বিধান অনুযায়ী কম্পিউটার ডাটাবেইজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা প্রতিবছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে হালনাগাদ করার বিধান রয়েছে। এটাকে ২ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত করার প্রস্তাব এসেছে। মন্ত্রিসভা এটা অনুমোদন করেছে এবং ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
এ সময় জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা ২০১৯ এর খসড়ার অনুমোদন দেয়া হয়।এ নীতিমালায় বাণিজ্যিক কৃষি প্রসার লাভ করবে। একইসাথে ব্যক্তি ও সমবায় উদ্যোগের পাশাপাশি উৎপাদন বাড়বে।
এছাড়া প্রতি বছর পহেলা মার্চকে বীমা দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।