বুধবার, ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাবি ছাত্রীকে ধর্ষণ: র্যাবের মিডিয়া সেন্টারে ‘ধর্ষক’ মজনু।।লালমোহন বিডিনিউজ
ঢাবি ছাত্রীকে ধর্ষণ: র্যাবের মিডিয়া সেন্টারে ‘ধর্ষক’ মজনু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণে জড়িত মজনুকে গ্রেপ্তার করেছে র্যাব। সে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বাহিনীটি। তার কাছ থেকে ওই ছাত্রীর মোবাইলসহ অন্য জিনিসপত্রও উদ্ধার করা হয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে র্যাবের ব্রিফিং এ। দুপুর ১টা ৩০ মিনিটে কারওয়ানবাজারে র্যাব এর মিডিয়া সেন্টারে ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, নির্যাতিত শিক্ষার্থীর কাছ থেকে ধর্ষকের একটি বর্ণনা পায় পুলিশ। সেই অনুযায়ী প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তারে অগ্রসর হয়। পাশাপাশি তদন্ত কাজ শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সেই সূত্রে রেব অভিযান চালিয়ে রাতে তিন সন্দেজনককে আটক করে। পরে নির্যাতিতার শনাক্তের ভিত্তিতে তাদের মধ্য থেকে একজনকে গ্রেপ্তার দেখানো হয়।
গেল রবিবার সন্ধ্যায় কুর্মিটোলায় বাস থেকে নামার পর ওই ছাত্রীকে ধরে নিয়ে গলা টিপে অজ্ঞান করে পাশের একটি ঝোঁপে নিয়ে ধর্ষণ করা হয়। প্রতিবাদে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ। দোষীদের বিচারের দাবিতে প্রতিদিন চলছে বিক্ষোভ।