শনিবার, ১ আগস্ট ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » নদী ভাঙন থেকে ভোলাকে রক্ষার দাবিতে মানববন্ধন
নদী ভাঙন থেকে ভোলাকে রক্ষার দাবিতে মানববন্ধন
ভোলা সংবাদদাতা ::মেঘনা নদীর অব্যাহত ভাঙন থেকে ভোলাকে রক্ষার দাবি জানিয়েছে ব-দ্বীপ ফোরাম, ভোলা। একই সঙ্গে জোয়ারের প্লাবন থেকে উপকূলীয় ভূমি রক্ষায় স্থায়ীভাবে কংক্রিট ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি জানায় সংগঠনটি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের সভাপতি মীর মোশারেফ অমি’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক নিউ নেশনের স্টাফ রিপোর্টার এম এম জসিম, প্রকৌশলী রাকিব হাসান চৌধুরী, দৈনিক ভোরের ডাকের স্টাফ রিপোর্টার এন আর সোহেল, সংগঠনের সদস্য মো: মাহতাবুর রহমান মাসুম, সুমন ভূঁইয়া, সাব্বির আলম চৌধুরী, ফারহান চৌধুরী, তানভীর ও রাজিব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- অপরিকল্পিত বাঁধ, কাজে অনিয়ম, শুষ্ক মওসুমে কাজ না করায় সরকারের কোটি কোটি টাকা মেঘনার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব অপরিকল্পিত বাঁধ নির্মাণে এলাকাবাসী লাভবান হচ্ছে না বরং প্রতিবছর বর্ষা মওসুমে মেঘনার শত শত একর ফসলি জমিসহ হাজার হাজার ঘর-বাড়ি বিলীন হয়ে যাচ্ছে।
তারা অভিযোগ করেন- ভোলার অনেক কৃতিসন্তান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের দায়িত্বে রয়েছেন। কিন্তু এই দ্বীপটিকে নদী ভাঙন থেকে রক্ষা করতে তাদের সাহসী কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।
বক্তারা আরও বলেন- গত কয়েক বছরে সিডর, আইলা, রেশমি, মহাসেন ও সর্বশেষ ঘুর্ণিঝড় কোমেনসহ বিভিন্ন ঝড় বয়ে গেছে, ওইসব ঝড়ে ভোলাবাসীর জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু এখনও উপকূলবাসী অরক্ষিত।
এসব প্রাকৃতিক ঝড় ছাড়াও মেঘনার ভাঙনে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার ফসলি জমি, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, পুল-ব্রিজ-কাবার্ট, সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনা। বর্তমানে বহু শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজার হাজার একর জমি ও ঘরবাড়ি এখন হুমকির মুখে।
অবিলম্বে মেঘনার ভাঙন থেকে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র রক্ষাকরণ, ২৫০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন স্থাপনা রক্ষায় পরিকল্পিতভাবে ব্লক স্থাপনের দাবিও জানান বক্তারা।