সোমবার, ৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আজ মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি।।লালমোহন বিডিনিউজ
আজ মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা বিভাগীর কমিশনারের কার্যালয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মনোনয়ন সিটি নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা ৪৩ প্রার্থীর মধ্যে ১৯ প্রার্থীর আপিল শুনানি হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মনোনয়ন বাতিল হওয়া জাতীয় পার্টির মেয়র প্রার্থী জি এম কামরুল ইসলামের আপিল শুনানি দিয়ে কার্যক্রম শুরু হয়। মেয়র ও কাউন্সিলর মিলে উত্তরের ৬ প্রার্থী এবং দক্ষিণে ১৩ প্রার্থীর আজ আপিল শুনানি হয়। আগামীকাল বাকী ২৪ প্রার্থীর আপিল শুনানি হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণে একজন মেয়র ও ৪২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন।
এর আগে, উত্তরের একজন মেয়র প্রার্থী ও ৪৫ জন কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়। যাদের মধ্যে ঢাকা উত্তরে ১৫ জন সাধারণ ও ২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং দক্ষিণে ২ জন সংরক্ষিত ও ২৬ জন সাধারণ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।