শনিবার, ১ আগস্ট ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার লালমোহনে অটোবাইক ষ্টান ওয়েষ্টান পাড়া বিজ্রের উপর
ভোলার লালমোহনে অটোবাইক ষ্টান ওয়েষ্টান পাড়া বিজ্রের উপর
লালমোহন বিডিনিউজ ডেস্ক: ভোলার লালমোহনে অটো বাইক ষ্টান এখন ওয়েষ্টান পাড়া বিজ্রের উপর । আজথেকে দেশের মহাসড়কগুলোতে সব ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সাম্প্রতিক সময়ে মহাসড়কে বড় যানবাহনের চাপায় অটোরিকশা আরোহীদের হতাহতের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। তাই লালমোহনে ও সকাল থেকেই এই অভিযান চালু হওয়ার কারনে লালমোহনের ওয়েষ্টান পাড়া বিজ্রের উপর দুই সাইড দিয়ে অটোবাইকের ষ্টান বানানোর কারনে ব্যাপক যানযটের সৃশ্টি হচ্ছে এটি অনেক পুরাতন ব্রিজ হলেও এই ব্রিজ দিয়ে লালমোহন গোডাউনের মালামাল ,বালি ও পাথর ঘাটের মালামাল সহ বিভিন্ন রকম যানবাহন চললেও এটি এখন যানযট ও হুমকির মুখে ।