রবিবার, ৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ১০ই জানুয়ারি ক্ষণগণনা শুরু।।লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ১০ই জানুয়ারি ক্ষণগণনা শুরু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আগামী ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হবে। আর কাউন্টডাউন কর্মসূচির অনুষ্ঠানে প্রবেশের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে কাল।
রবিবার (০৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক। তিনি জানান, কাল থেকে ‘ইভেন্ট ডট মুজিব ওয়ান হানড্রেড ডট গভ ডট বিডি’ ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা যাবে। ৭ই জানুয়ারি রাত ১২টা পর্যন্ত করা যাবে রেজিস্ট্রেশন।
জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন উপলক্ষ্যে ১০ই জানুয়ারি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল চারটায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আমরা যে অনুষ্ঠানটা করবো তাতে সরা বাংলাদেশ একসাথে কানেক্টেড থাকতে পারে। যাতে সারা বাংলাদেশে এক সঙ্গে অনুষ্ঠানটা দেখতে পারে।’