শনিবার, ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধু কন্যা চান মেধাবী শিক্ষার্থীরাই হবে ছাত্রলীগের নেতা-সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধু কন্যা চান মেধাবী শিক্ষার্থীরাই হবে ছাত্রলীগের নেতা-সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের কথা ছাত্রলীগের নেতাকর্মীদের মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী চান মেধাবী শিক্ষার্থীরাই হবে ছাত্রলীগের নেতা।
ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (০৪ জানুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংসদ শাওন আরও বলেন, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস যেন ছাত্রলীগকে স্পর্শ না করে। শ্রম নির্ভর দেশকে জ্ঞান নির্ভর বাংলাদেশে রুপান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, তা বাস্তবায়নে ছাত্রলীগ কে সার্বিক সহযোগিতা করতে হবে।
লালমোহন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকির বিশ্বাসের সভাপতিত্বে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জসিম ফরাজিসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা।