শনিবার, ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুর গড়া ছাত্রলীগ বুকের রক্ত দিয়ে বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন-সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধুর গড়া ছাত্রলীগ বুকের রক্ত দিয়ে বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন-সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, পশ্চিম পাকিস্তানীরা যখন আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছিল, মাতৃভাষা কে কেড়ে নিতে চেয়েছিল। সেই ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। শিক্ষা শান্তি প্রগতির পতাকাকে সামনে রেখে ২০০ বছরের পরাধীন এ বাঙ্গালী জাতি ও বাংলা ভাষাকে মুক্ত করতে সংগ্রাম ও বুকের রক্ত দিয়ে বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠিত করেছিল এ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের।
শনিবার ৩টায় তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, ছাত্রলীগ আজ ধীরে ধীরে ৭২ বছর অতিক্রম করেছে। জাতির পিতার অবর্তমানে তাঁর স্বপ্ন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার দর্শন আদর্শ মেনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। বাঙ্গালী জাতিকে উন্নত সমৃদ্ধশালী ক্ষুদা দারিদ্রমুক্ত জ্ঞান নির্ভর বাংলাদেশে নেতৃত্ব দেয়ার মত একটি প্রজন্ম তৈরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ছাত্রলীগ।
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংসদ বলেন, বাংলাদেশে ওই জেনারেলের পকেট থেকে যে সকল ছাত্র সংগঠন তৈরী হয়েছে. আদর্শ ছাড়া. উদ্দেশ্য ছাড়া। এ সংগঠন কোন সৈরাচারের থেকে জন্ম হয়নি। তাই সকলকে লক্ষ রাখতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ শ্রমনির্ভর থেকে জ্ঞাননির্ভর বাংলাদেশে রুপান্তর হতে যাচ্ছে। তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে সকলকে সহযোগিতা করতে হবে। কোনরকম জঙ্গিবাদ, সন্ত্রাস মাদক ইভটিজিং ছাত্রলীগকে স্পর্শ করতে পারবেনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, সাধারণ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক হাসান, তুহিন তালুকদার প্রমুখ।