শনিবার, ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » দেশ ও জাতিকে বাঁচাতে সরকার পতনে বিকল্প নেই-মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
দেশ ও জাতিকে বাঁচাতে সরকার পতনে বিকল্প নেই-মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে বিএনপি। এরমধ্য দিয়েই জনগণের কাছে যেতে চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বিএনপির প্রয়াত নেতা কবির মুরাদের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, দেশ ও জাতিকে বাঁচাতে এই সরকারের পতন ছাড়া কোন বিকল্প নেই। একত্রিত হওয়া ছাড়া আর কোন উপায় নেই। জনগণকে সঙ্গে নিয়েই আমরা নিয়মতান্ত্রাকিভাবে এ সরকারের আমরা বাদ দেব।
বিএনপি মহাসচিব নির্বচন প্রসঙ্গে বলেন, এখন পরিবারতন্ত্র চলছে। নমিনেশন কাকে দিচ্ছে তা দেখলেই বোঝা যায়।