
শনিবার, ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘গণতন্ত্র সুসংহত করতে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন’-কাদের।।লালমোহন বিডিনিউজ
‘গণতন্ত্র সুসংহত করতে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন’-কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : গণতন্ত্রকে সুসংহত করতে হলে বিরোধ দলকে শক্তিশালী করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন জাতীয় পার্টি-জেপির সম্মেলনে তিনি আরো বলেন, এদেশের রাজনীতি থেকে ক্রমেই সৌজন্যবোধ হারিয়ে যাচ্ছে। মেরুকরণ ঘটছে ও বিদ্বেষপ্রবণতা বাড়ছে যা গনতন্ত্রের জন্য শুভ নয়। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে বিরোধী দলকেও শক্তিশালী করতে হবে।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের পরাজিত করবো এটাই শপথ।