বুধবার, ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | ধর্ম-কর্ম | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » শিশুদের হাতে মসজিদভিত্তিক বই তুলে দিয়েছে ইফা।।লালমোহন বিডিনিউজ
শিশুদের হাতে মসজিদভিত্তিক বই তুলে দিয়েছে ইফা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নতুন বছরের শুরুতেই শিশুদের হাতে মসজিদভিত্তিক বই তুলে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
বুধবার সকালে (১ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে বই উৎসবের মাধ্যমে শিশুদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সচিব আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুল হামিদ জমাদ্দার এবং প্রকল্প পরিচালক ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই বই উৎসবে আমার প্রথম পড়া, সহজ কুরআন শিক্ষা এবং কায়দা ও দিনি শিক্ষা নামে তিনটি বই তুলে দেয়া হয়।
এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবকরা উপস্থিত ছিলেন। নতুন বইগুলো পড়ে শিক্ষার্থীরা দিনি শিক্ষার আলোকে দেশকে সমৃদ্ধির কাতারে নিয়ে যাবে বলে আশাবাদ জানান আমন্ত্রিত বক্তারা।