বুধবার, ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন পূরণে ভাল ফলাফল করতে শিক্ষার্থীদের প্রতি সাংসদ শাওন’র আহবান।।লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন পূরণে ভাল ফলাফল করতে শিক্ষার্থীদের প্রতি সাংসদ শাওন’র আহবান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : নববর্ষের প্রথম দিনে ভোলার লালমোহন উপেজলার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তোমাদের শিক্ষক অভিভাবকদের কাছে শপথ নাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে বছরের প্রথমদিনে তোমাদের হাতে বই তুলে দিয়েছেন, পড়ালেখা করে ভাল ফলাফলের মাধ্যমে তোমরা তাঁর সেই স্বপ্ন পূরণ করবে। নিজেদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানের মত দেশের মুখ ও উজ্জল করবে।
বুধবার সকাল ১০টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আহবান জানান তিনি।
এর আগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন সাংসদ শাওন।
সাংসদ শাওন বলেন, জাতীর জনকের কন্যা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই, দেশের স্কুল কলেজ মাদ্রাসা এমপিওভূক্ত হয়, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি পায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভবন হয়।
এ বছর লালমোহন উপজেলার প্রায় সাড়ে ৮লক্ষ শিক্ষার্থীকে নতুন বই প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।