শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সম্পত্তির বিরোধ ধরে হামলা ও লুটপাট
লালমোহনে সম্পত্তির বিরোধ ধরে হামলা ও লুটপাট
লালমোহন বিডিনিউজ ডেস্ক: লালমোহনে সম্পত্তির বিরোধ ধরে হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭ টায় ফরাজগঞ্জের মহেষখালী ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোস্তফা তার লোক জন নিয়ে একই এলাকার গরু ব্যাবসায়ী জামাল চৌকিদারের বসত ঘরে হামলা ও লুটপাট করে, হামলায় তার স্ত্রী রেখা বেগমের হাতের আঙ্গুলে দায়ের কোপে কেটে যায়, পরে হামলা কারীরা ঘরে প্রবেশ করে নগত ১ লক্ষ টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে জামাল দাবী করে। জানাযায়, মোস্তফা মেম্বার চৌকিদার বাড়ীতে সম্পত্তির একটি অংশ ক্রয় করে ঐ বাড়ির সকলের সাথে সবসময় জোড়জবস্তি করে আসছে। এই দিন মোস্তফা মেম্বার প্রভাব দেখিয়ে সামান্য গোয়ালঘর নিয়ে তার ওরকাইত রুহুল আমিনের কথা শুনে বাড়ীর লোকজনের বাধাকে উপেক্ষা করে জামাল চৌকিদারের ঘরে হামলা করে। এছাড়াও তিনি মেম্বার থাকা কালীন সময়ে এই বাড়ীর তাজুল ইসলামের স্ত্রী মজুফা খাতুনের কোন অপরাধ ছাড়াই ব্যাপক মাইর দেয়।এভাবে তিনি বাড়ীর অনেকের সাথে জোর জুলুম করে আসছে। এব্যাপারে জামাল বলেন, মোস্তফা মেম্বারের নেতৃত্বে তার ওরকাইত রুহুল আমিন সহ লোকজন ভোরে সামান্য গোয়াল ঘর নিয়ে বিরোধ করে আমার বসত ঘরে হামলা করে আমার স্ত্রীর হাতে দা দিয়ে কোপ দেয় এবং ঘরে প্রবেশ করে নগত ১ লক্ষ টাকা সহ ঘরের বিভিন্ন মালামাল নিয়ে যায়। বর্তমানে আমার স্ত্রী ডাক্তারের চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে মোস্তফা মেম্বারের পিতা আঃ রব কারী বলেন, তারাও আমাদের ঘরে হামলা করেছে। এব্যাপারে এলাকার বর্তমান ইউপি সদস্য মোঃ নাসিম বলেন, আমাকে জামাল তার ঘরে হামলার কথা জানিয়েছেন । আমি এলাকায় না থাকায় যেতে না পারলেও আগামী কাল ঘটনা স্থল গিয়ে দেখব।