বুধবার, ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন শেখ হাসিনা-নুরুন্নবী চৌধুরী শাওন।।লালমোহন বিডিনিউজ
শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন শেখ হাসিনা-নুরুন্নবী চৌধুরী শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের শিক্ষাখাতে সর্বোচ্চ ররাদ্দ দিয়ে আগামীর উন্নত সমৃদ্ধশালী জ্ঞাননির্ভর রাষ্ট্র পরিচালনার মত যোগ্য প্রজন্ম তৈরীতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে তজুমদ্দিনের চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সাংসদ শাওন বলেন, বিনামূল্যে বই বিতরণ বিশে^র ইতিহাসে বিরল। বঙ্গবন্ধুর কন্যার সাহসী ভূমিকায় প্রতি বছর কোটি কোটি সাধারণ শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হচ্ছে। শিক্ষার মাধ্যমে দেশের বিশাল জনগোষ্ঠিকে জনসম্পদে রুপান্তরিত করতে বিনামূল্যে বই, শিক্ষার্থীদের টিফিন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তসহ প্রতিষ্ঠানের ভবন তৈরী করে দিচ্ছেন শেখ হাসিনা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাওন বলেন, তোমাদের শিক্ষক অভিভাবকদের কাছে শপথ নাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে বছরের প্রথমদিনে তোমাদের হাতে বই তুলে দিয়েছেন, তোমরা সে স্বপ্ন পূরণ করবে। ভাল ফলাফলের মাধ্যমে পরিবার প্রতিষ্ঠানের মত দেশের মুখ ও উজ্জল করবে। দেশকে ভালবেসে দেশের জন্য কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন তিনি।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।