সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থী বেছে নেয়া হয়েছে’-কাদের।।লালমোহন বিডিনিউজ
‘গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থী বেছে নেয়া হয়েছে’-কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “নির্বাচনের জন্য গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থী বেছে নেয়া হয়েছে, তবে কেউ খারাপ ছিলো কিনা তা বলবো না।”
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “ফ্রি-ফেয়ার-ক্রেডিবল ইলেকশন হবে।”
সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি বলেন, “দেশে তুলনামুলক ভায়োলেন্স কম। ঢাবিতে ককটেল বিষ্ফোরণ বিচ্ছিন্ন ব্যাপার। বিএনপি ফায়দা লোটার জন্যই হয়তো তাদের অফিসের সামনে নিজরাই ককটেল ফাটিয়েছে।”
পদ্মা সেতুর অগ্রগতি বিষয়ে তিনি জানান, পদ্মাসেতুতে এখন থেকে প্রতিমাসে ৩টি করে স্প্যান বসবে। পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি ৭৫ ভাগ, মেইন ব্রিজের অগ্রগতি ৮৫ ভাগ।