রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ।।লালেমাহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ।।লালেমাহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমির সিমানা নিয়ে কথার কাটা-কাটিকে কেন্দ্র করে শামিম (১৬) নামেে হাফেজীয়া মাদ্রাসার এক ছাত্রকে পিটিয়ে হত্যা করার অভিযোগ করেছে তার পরিবার।
গত ১২ডিসেম্বর ওই হামলার ঘটনাটি ঘটে।
নিহত শামিমের বাবা আলমঙ্গীর ফরাজি জানান, তার সামেনই তার ছেলেকে স্থানীয় মহিজল সর্দারের নির্দেশে মিলন (৪২) ও আবু তাহের (৩৫) পিটিয়ে আহত করে । পরে আহত শামিমকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শামিমের।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।