শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ভিপি নুরের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও অপপ্রচারের অভিযোগে মামলা।।লালমোহন বিডিনিউজ
ভিপি নুরের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও অপপ্রচারের অভিযোগে মামলা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও অপপ্রচারের অভিযোগে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের হয়েছে ধানমন্ডি থানায়।
ঢাবির জগন্নাথ হল ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্ণব হোড় এই মামলা দায়ের করেন। মামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকেও আসামি করা হয়েছে।
মামলা দায়েরকারীর অভিযোগ, হামলার দিন নুর ও রাশেদ ফেসবুক লাইভে এসে গুজব ছড়ায়। এছাড়া ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়েছে।
মামলা দায়েরের ঘটনায় ধানমন্ডি থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই মামলার আবেদন করেন অভিযোগকারি। আজ শনিবার (২৮ ডিসেম্বর) মামলাটি এজহারভুক্ত করা হয়েছে।