শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে : সৈয়দ আশরাফ
আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে : সৈয়দ আশরাফ
লালমোহন বিডিনিউজ, সাইফ বাবলু ঢাকা : আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শুক্রবার দুপুরে শিল্পকলা একাডেমিতে যুবলীগের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ বলেন, গত নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া যে ভুল করেছেন, আশা করি আগামী নির্বাচনে তিনি সেই ভুল করবেন না। প্রচলিত নিয়মের আলোকে সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সৈয়দ আশরাফ।