বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » আজ সূর্যগ্রহণ ‘রিং অব ফায়ার’।।লালমোহন বিডিনিউজ
আজ সূর্যগ্রহণ ‘রিং অব ফায়ার’।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক: এ বছরের শেষ সূর্যগ্রহণ হচ্ছে আজ। এটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে ‘রিং অব ফায়ার’।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় গ্রহণটি শুরু হয়েছে। ১৭২ বছর আগে এ ধরনের সূর্যগ্রহণ শেষবারের মত দেখা গিয়েছিলো।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে। এবার মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই সূর্যগ্রহণ দেখা যাবে।
কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় সকাল ৯টা ৩৬ মিনিটে। এ সময় চাঁদ ধীরে ধীরে সূর্যের সামনে এসে ঢেকে ফেলবে। আর সর্বোচ্চ গ্রহণ ঘটবে ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে।
আকাশ পরিষ্কার থাকলে সকালে বাংলাদেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাবে।
এই সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে ক্যাম্পের আয়োজন করেছে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। সকাল আটটা থেকেই জাদুঘরের ছাদে দুইটি করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে আংশিক সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা থাকবে।