বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বাংলাদেশকে টার্গেট করেই ভারতের নাগরিক তালিকা তৈরি-মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
বাংলাদেশকে টার্গেট করেই ভারতের নাগরিক তালিকা তৈরি-মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশকে টার্গেট করেই ভারত নাগরিক তালিকা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এসময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় দেশে সম্প্রীতি থাকলেও, আওয়ামী লীগ সরকারের আমলেই সংখ্যালঘু নির্যাতন বেশি হচ্ছে। সরকার প্রতিহিংসার রাজনীতিতে লিপ্ত হয়ে পররাষ্ট্রনীতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, অমিত শাহ’র বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। খালেদা জিয়া ও বিএনপি সম্পর্কে অমিত শাহ’র বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সমর্থনের তীব্র নিন্দাও জানান বিএনপি মহাসচিব।