বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ।।লালমোহন বিডিনিউজ
মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার সামনে ককটেলটি অর্ধেক বিস্ফোরিত হয় এবং হালকা শব্দ হয়। পরে পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়। তবে কে বা কারা এ কাজটি করছে তা কেউ জানাতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। কারা করতে পারে সে বিষয়ে আমরা অনুসন্ধান করব।’