মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সিটি করপোরেশন নির্বাচন: আ”লীগ প্রার্থীতে পরিবর্তনের আভাস।। লালমোহন বিডিনিউজ
সিটি করপোরেশন নির্বাচন: আ”লীগ প্রার্থীতে পরিবর্তনের আভাস।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সিটি করপোরেশন নির্বাচনে পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী খুঁজছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটিতে বর্তমান মেয়রকেই প্রার্থী রাখা হলেও দক্ষিণে নতুন কেউ প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। যোগ্য প্রার্থীর খোঁজে মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে আগামীকাল থেকে।
৩০শে জানুয়ারি ভোটের দিন ঠিক করে রবিবার ঘোষণা হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল। নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়াও শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আগামীকাল ২৫ ডিসেম্বর (বুধবার) থেকে শুক্রবার পর্যন্ত চলবে মনোনয়ন পত্র বিক্রি ও জমা নেয়া।
এ বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সাধারণ জনগণের তোপের মুখে পড়তে হয় ঢাকার দুই সিটি মেয়রকে। নগরপিতারা জনগণের প্রত্যাশা পুরণে ব্যর্থ হয়েছে বলেই মনে করেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, “ঢাকা সিটিকে দুইটি ভাগ করার পরেও মানুষের যতটা প্রত্যাশা তা পূর্ণ হয়নি। আমার মনে হয় উত্তরের জন্য মনোনয়ন আতিক সাহেব পাবেন। দক্ষিণে হয়তো আমরা নতুন প্রার্থী দেখতে পারি।”
সৎ, যোগ্য, দক্ষতার পাশাপাশি অন্য দলের প্রার্থীদের কথা মাথায় রেখেই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, “আমরা মনে করি আওয়ামী লীগ যে কোনো নির্বাচনে সব সময়েই যোগ্য প্রার্থীর কথা বিবেচনায় রাখে। সে ক্ষাত্রে সৎ এবং ক্লিন ইমেজের প্রার্থীকেই বিবেচনা করা হবে।”
আগামী ২৮শে ডিসেম্বর মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।