
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ঘূর্ণিঝড়ের আশংকায় ভোলায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছে
ঘূর্ণিঝড়ের আশংকায় ভোলায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছে
লালমোহন বিডিনিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘কোমেন’ আঘাতের আশংকায় চরফ্যাসন সহ ভোলার ৭টি উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রন কক্ষ খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্র গুলোতে চরাঞ্চলের মানুষের নিরাপদ যাতায়াতে নৌ-যানও প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর স্বেচ্ছাসেবকরা। বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা জানিয়ে মাইকিং করা হয়েছে বলে চরফ্যাসন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী সূত্রে জানিয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী চরফ্যাসনের সহকারী পরিচালক মোকাম্মেল হক জানান, চরফ্যাসন পৌরসভা সহ উপজেলার ২১টি ইউনিয়নে তাদের স্বেচ্ছাসেবকরা জনসাধারণকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। বুধবার রাত ৮টায় চরফ্যাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তুতি মূলক সভা করা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক চরফ্যাসন উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র সকাল থেকেই জনসাধারন ও গৃহপালিত পশু নিরাপদে রাখার জন্য খুলে দেয়া হয়েছে। ভোলার সকল উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে বলে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘কোমেন’ আঘাতের আশংকায় বৃহস্পতিবার সকাল থেকে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ভোলার বিভিন্ন নৌ-ঘাট ও ঢাকা সদর ঘাটে মাইকিং করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোস্ট গার্ড ও পুলিশ প্রশাসনও ঘূর্ণিঝড় ‘কোমেন’ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।