সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ডাকসুতে হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আটক।।লালমোহন বিডিনিউজ
ডাকসুতে হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনসহ ২ জনকে আটক করা হয়েছে।
২২ ডিসেম্বর (রবিবার) দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ডাকসু ভবনে অবস্থানকালে নুরের ওপর হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের সমর্থকরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ডাকসু ভবনে ঢুকে নুরসহ সেখানে থাকা সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বেধড়ক পেটায় তারা। হামলায় আহতদের মধ্যে তুহিন ফারাবীকে ঢাকা মেডিক্যালে লাইফ সাপোর্টে নেয়া হয়। ফারাবি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক।
এ ঘটনার পর সোমবার সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ডাকসুর ভিপির ওপর হামলার নিন্দা জানান। মন্ত্রী আরো জানান, এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।