সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » উন্নয়ন কর্মসূচিতে দলের নেতাকর্মীদের আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান।।লালমোহন বিডিনিউজ
উন্নয়ন কর্মসূচিতে দলের নেতাকর্মীদের আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সরকারের উন্নয়ন কর্মসূচিতে দলের নেতাকর্মীদের আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাতে গণভবনে বিভিন্ন জেলার কাউন্সিলরদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি। এসময় আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে সংগঠিত করা হচ্ছে।
তৃণমূল নেতাদের উদ্দেশে দলের সভাপতি বলেন, ‘আমরা খুব উন্নয়ন করেছি বলেই সবাই ঢেলে ভোট দেবে, তা না। মানুষের চাওয়ার কোনও সীমা থাকে না। আমরা যে উন্নয়ন করে যাচ্ছি, সে কথা মানুষকে বার বার বলতে হবে। মানুষ সুখ পেলে দুঃখের কথা ভুলে যায়। আর সুখটা যে কারা দিলো সেটাও মনে রাখতে চায় না। সেই কারণে তাদের বার বার স্মরণ করাতে হবে। বলতে হবে— আজকে বাংলাদেশ যে পর্যায়ে এসেছে সেটা আওয়ামী লীগ করেছে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইলেকশন করতে চান, ভোট করতে চান, সংগঠন করতে চান, নেতা হতে চান; তো আগে মানুষের কাছে যান। মানুষের কী সমস্যা আছে দেখেন। মানুষের জন্য কী করতে পারেন করেন; তাহলে মানুষই আপনাদের সব সুযোগ করে দেবে।’