
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাবির ছাত্র রাজনীতি নিয়ে বিব্রত তোফায়েল আহমেদ।।লালমোহন বিডিনিউজ
ঢাবির ছাত্র রাজনীতি নিয়ে বিব্রত তোফায়েল আহমেদ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে বিব্রতবোধ করছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
সকালে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানাতে এসে তিনি বিব্রতবোধের কথা জানান।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে নয়টার দিকে বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে আব্দুর রাজ্জাকের কবরে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য। উপস্থিত ছিলেন,আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক।
শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তোফায়েল আহমেদ জানান, যোগ্যতা ও জয়ের সম্ভাবনা দেখেই ঢাকা সিটি নির্বাচনে প্রার্থী নির্বাচন করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ডাকসুর ভিপির সতর্কতার সাথে কথা বলা উচিত, কারণ তিনি সকল রাজনৈতিক দলেরই প্রতিনিধি।