রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ৩০শে জানুয়ারি।।লালমোহন বিডিনিউজ
ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ৩০শে জানুয়ারি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ ২০২০ সালের ৩০শে জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এবার দুই সিটিতেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
রবিবার বিকালে (২২ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। তিনি জানান, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১শে ডিসেম্বর, যাচাই বাছাইয়ের শেষ তারিখ ২রা জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ৯ই জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এদিকে, আগের ভোটার তালিকা অনুযায়ীই ভোট হবে উল্লেখ করে সিইসি জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী না থাকলেও ইভিএম পরিচালনায় তারা কাজ করবে। আর, নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশন নেবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।