রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আ. লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপি।।লালেমাহন বিডিনিউজ
আ. লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপি।।লালেমাহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২১ ডিসম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, ঐতিহাসিক দল হলেও তারা বারবারই গণতন্ত্রকে হত্যা করেছে। তবে, এই নতুন কমিটি অতীতের সব অপকর্ম ভুলে নতুন নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আগামী ৩০শে ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করার কথা জানিয়েছে বিএনপি। একইসঙ্গে অসুস্থ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জামিন না দেয়ায় উদ্বেগ জানিয়েছেন মির্জা ফখরুল।
তিনি আরও জানান, জিয়াউর রহমানের জন্মদিনের যথাযথ মর্যাদায় পালন করা হবে। স্বাধীনতা বর্ষ উদযাপনের জন্য একটি উপকমিটির গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হোসেন আবেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।