শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আ’লীগের নতুন নেতৃত্ব সকল নির্বাচনি অঙ্গীকার পূরণ করবে-ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
আ’লীগের নতুন নেতৃত্ব সকল নির্বাচনি অঙ্গীকার পূরণ করবে-ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
আওয়ামী লীগের ২১তম সম্মেলনের মাধ্যমে দায়িত্ব পাওয়া নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনগণকে দেয়া সকল নিবার্চনি অঙ্গীকার পূরণ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের প্রথম দিনে রাখা বক্তব্যে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
এর আগে, সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।
এদিকে, সম্মেলনকে ঘিরে সকাল থেকেই মিছিল আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। এরপর, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা সম্মেলন স্থলে জড়ো হতে থাকেন। ধীরে ধীরে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে।
সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পোস্টার, ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জায় ঝলমল করছে পুরো উদ্যান। এবারের সম্মেলনে তুলে ধরা হয় আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য।