শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ভোলায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
ভোলায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : কবি কাজী নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষন, প্রচার এবং নবীন প্রজন্মের কাছে নজরুল ইসলামের জীবন ও আদর্শ তুলে ধরার লক্ষ্যে আগামী ২১ ডিসেম্বর থেকে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ তথ্য জানান।
জেলা প্রশাসক আরো জানান, কবি নজরুল ইন্সটিটিউটের উদ্যোগে ও জেলা প্রসাশনের সহযোগিতায় ২১ ডিসেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বাংলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে।
এরপর বাংলা স্কুল মাঠের ভাষাণী মঞ্চে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এম. মোকাম্মেল হক।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখবেন সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক আব্দুর রহিম। প্রধান আলোচক থাকবেন অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ভূঞা। আলোচক হিসেবে আরো থাকবেন বিশিষ্ট কবি ও সাংবাদিক নাসির আহমেদ। এতে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
২১ থেকে ২৩ ডিসেম্বর এই তিন দিনের কর্মসূচিতে আলোচনাসভার পাশাপাশি থাকছে- কবি নজরুল ইসলামের কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নাটক ও জীবন পরিক্রমা তথ্যচিত্র প্রদর্শনী।