বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে নানা বাড়ী বেড়াতে এসে লাশ হলো মাহিয়া।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে নানা বাড়ী বেড়াতে এসে লাশ হলো মাহিয়া।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ইউছুব আলী পাটওয়ারী বাড়ির এলাকায় দক্ষিণ আইচা টু শশীভূষণ সড়কে মোটিফাই টেম্পু চাপায় মাহিয়া (৫) নামের এক কণ্যা শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউছুব আলী পাটৗযারী বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাহিয়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টার দিকে মাহিয়া নানা বাড়ি থেকে চকলেট কিনতে শশীভূষণ টু দক্ষিণ আইচা সড়কের পাশে দোকানে যায়, চকলেট কিনে বাড়ি ফেরার সময় দক্ষিণ আইচার দিক থেকে আসা একটি দ্রুত গামী মোটি টেম্পু তাকে পিছন দিক থেকে চাপা দেয়, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাহিয়া মায়ের সাথে নানা ইউছুব আলী পাটওয়ারী বাড়িতে বেরাতে আশে,তার অকাল মুত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।এদিকে পুলিশ ঘাতক টেম্পুটি আটক করেছে।
শশীভূষণ থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।