বুধবার, ২৯ জুলাই ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » ৩দিন পর দৌলতখানে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
৩দিন পর দৌলতখানে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
ভোলা প্রতিনিধি :ভোলার দৌলতখান মেঘনায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ থাকার ৩দিন পর জেলে আজাদের(২৫) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল মঙ্ঘলবার সকাল ৮ টার দিকে গুপ্তগঞ্জ বাজার সংলগ্ন মেঘনায় লাশটি ভেসে উঠে। এসময় ভবানীপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান এর নেতৃত্বে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে দৌলতখান থানা পুলিশ লাশের সুরতহাল রেকর্ড করে পিতা মো: সাজাহানের নিকট হস্তান্তর করলে নামাজে জানাযা শেষে চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের নানা বাড়িতে তার দাফন করা হয়। গত ২৬ জুলাই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ টার্মিনাল থেকে প্রায় ১০০ গজ দূরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।ওই সময় জেলে আজাদ ট্রলারের জেলেদের উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন।